Dept. of Bengali
Our Departments
Menu
Department of Bengali
Bengali (General)- 1999-2000, (Honours)- 2003-2004
About The department
বিগত নভেম্বর 1999-এ, জ্ঞানার্জনের মহৎ সাধনা অর্জনের লক্ষে অনেক সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মতো গ্রামীণ এলাকায় ছোট্ট একটি চালের মিলে প্রতিষ্ঠিত হয় ময়নাগুড়ি কলেজ। পার্শ্ববর্তী অঞ্চলের প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের মহান প্রত্যাশা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজর যাত্রা শুরু করে। প্রাথমিক স্তরে সাধারণ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়টি শুধুমাত্র পড়ানো হতো ।
Department Notice
Notice for Internal Assesment in Bengali 2024
•
November 13, 2024
Internal Assessment Bengali 24
•
May 30, 2024
Internal Assessment Bengali 24
•
May 29, 2024
কলেজটির অবস্থান গ্রামীণ এলাকাভুক্ত হওয়ায় বাংলা বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীই প্রথম প্রজন্মের শিক্ষার্থী, যারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসে। তাদের অধিকাংশই এসসি, ওবিসি বি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত এবং ময়নাগুড়ি, ক্রান্তি, মালবাজার, রামসাই, চেংড়াবান্ধা, সাপ্টিবাড়ি, দোমহোনী ইত্যাদি বিভিন্ন স্থান থেকে এসে এই বিভাগে পড়ার জন্য ভর্তি হয়। পরবর্তীকালে ২০০৩ থেকে বাংলা ভাষা ও সাহিত্য একটি সাম্মানিক বিষয় হিসাবে স্বীকৃতি পায়। প্রথম বছর বিভাগটি অনার্স বিষয় হিসাবে ৩০ টি আসন নিয়ে যাত্ৰা শুরু করে। অর্থনৈতিকভাবে অনগ্রসর বা দরিদ্র পরিবার থেকে আসা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার দোরগোড়ায় প্রবেশের সুযোগ দিতে সক্ষম হয়েছে বিভাগটি।
প্রথাগত শ্রেণিকক্ষে শিক্ষাদান-প্রক্রিয়ার পাশাপাশি, বিভাগটি সর্বদা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান-উদযাপন আয়োজন করে থাকে। যেমন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পঁচিশে বৈশাখ (রবীন্দ্র জন্মজয়ন্তী), নজরুল জন্মজয়ন্তী, বাইশে শ্রাবণ (রবীন্দ্র তিরোধান দিবস), শিক্ষক দিবস, বসন্ত উৎসব, নবীন বরণ ইত্যাদি। এগুলি ছাড়াও, ছাত্রদের লোকসংস্কৃতির মূলের সাথে পরিচিত করতে, বিভাগটি জলপাইগুড়ি জেলার লোকসংস্কৃতির সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদান করে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হল স্থানীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং জনপ্রিয় করে তোলা। শিক্ষার্থীরা যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে না থাকে সেজন্য বাংলা বিভাগ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের উপযোগী সেমিনার, গ্রুপ আলোচনা, লিখনচর্চা, প্রতিযোগিতার আয়োজন করে। সাধারণভাবে দুর্বল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মান নিশ্চিত করার জন্য এবং তফসিলি এবং সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য টিউটোরিয়াল ক্লাস, রেমেডিয়াল ক্লাস, বিশেষ ক্লাস ইত্যাদির ব্যবস্থা করে। একটি মসৃণ এবং বন্ধুত্বপূর্ণ একাডেমিক পরিবেশ তৈরির জন্য বিভাগীয় লাইব্রেরি থেকে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য এবং রেফারেন্স বই সরবরাহ করে। প্রতি বছর বিভাগীয় পত্রিকা “বীণা” এবং “ধ্রুবতারা” নামের দেয়াল পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে নিজেদের সৃজনশীল চিন্তাভাবনাকে উন্নীত করার সুযোগ পায়।
বর্তমানে, বাংলা বিভাগে শিক্ষার্থীদের মধ্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য তিনজন স্থায়ী অধ্যাপক এবং চারজন স্টেট এইডেড কলেজ টিচার (SACT) রয়েছেন। সামগ্রিকভাবে, বাংলা বিভাগ সর্বদা সজাগ ও সক্রিয় থাকে আলোকিত শিক্ষা প্রদানে শিক্ষার্থীদেরকে আরও মানবিক ও সংবেদনশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য যারা স্ব-প্রেরণা নিয়ে জাতির সেবায় অবদান রাখতে পারে।
Why study Bengali
- শিক্ষার্থীরা এই বিষয় পাঠের মধ্যে দিয়ে সাহিত্য ও সংস্কৃতিকে ঐতিহাসিক, রাজনৈতিক, ভৌগোলিক ও নৃতাত্বিক প্রেক্ষাপটে জেনে নিতে পারবে।
- শিক্ষার্থীরা এই বিষয় পাঠের মধ্যে দিয়ে সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্লেষণমূলক, সমালোচনামূলক ও তাত্বিক পদ্ধতিতে বিচারের উপযোগী হয়ে উঠবে।
- শিক্ষার্থীরা প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, সমাজকে সাহিত্যের সঙ্গে মিলিয়ে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে।
- শিক্ষার্থীরা বর্ণনামূলক, গবেষণাধর্মী ও প্রতিফলিত রচনাকে বিশ্লেষণাত্মকভাবে নির্মাণে দক্ষ হয়ে উঠবে।
- ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা ও উচ্চতর পাঠের মধ্যে দিয়ে পরবর্তী কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারবে।
Achievements & Future Plans
- প্রতি বছর আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়
- উচ্চ শিক্ষা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় (স্নাতক) প্রথম স্থান অধিকার করেছে 'কল্যাণ রায়'। অনেক শিক্ষার্থী নেট/সেট যোগ্যতা অর্জন করেছে।
- ভবিষ্যতে স্নাতকোত্তর বিভাগ চালু করার চেষ্টা চলছে।
Every year students from our department get admission in university to pursue higher education. ‘Kalyan Roy’ has first position in the university Examination (Graduation). Many students have qualified NET/SET. Efforts are being made to start a postgraduate department in the future.
Highligths
- লোকসংস্কৃতি
- শিক্ষামূলক ভ্রমণ
- ক্ষেত্রসমীক্ষা
- পত্রিকা ও দেওয়াল পত্রিকা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- পঁচিশে বৈশাখ (রবীন্দ্র জন্মজয়ন্তী)
- নজরুল জন্মজয়ন্তী
- বাইশে শ্রাবণ (রবীন্দ্র তিরোধান দিবস)
- শিক্ষক দিবস
- বসন্ত উৎসব
- নবীন বরণ
- বিভিন্ন পাঠ্য বিষয়ক আলোচনাচক্রের আয়োজন
- বিভাগীয় গ্রন্থাগার
- বিশেষ ক্লাস, রিমেডিয়াল ক্লাস
Programs Offered & Intake Capacity
Economics Programme
Intake Capacity-400
FYUGP- Economics Major -50
Economics Minor- 450
Multidisciplinary Course (MDC)-450
Syllabus
Course Outcome & Program Specific Outcomes
Lesson Plan of specific Teachers for the Academic Year:
Need Data
Departmental Library Books : 100 Books
Seminars, Special Lecture & Workshops conducted by the Department
- Rabindranather ‘Raja’ Natok
- ‘Surya Sangskritir Aaloke Rabindranath’ , 17/05/2021
- ‘Kothay O Gaane Rabindra Smaran’
- ‘Rabindranath O Dwijendralaler Kabyobhabnar Boipiritya’
- Rabindranather Krishivabna : Prasanga Grantha ‘Samabayniti’ O ‘palliprokriti’, 31/05/2021 - Dr. Binita Rani Das, Professor, Dept of Bengali, Gauhati University
- Rabindranather ‘Atithi’ O ‘Shashti’ Golpo - Dr. Pradip Kumar Sarkar, Associate Professor, Debicharan Baruya Girls’ College, Jorhat, Assam
Department Faculties
SACT - II || Bengali
SACT - 2 || Bengali
SACT - I || Bengali
Bengali || Assistant Professor